Wellcome to National Portal
Main Comtent Skiped

future plan

ভবিষ্যত পরিকল্পনা

১।  আধুনিক সংরক্ষণাগারের মাধ্যমে খাদ্যশস্য মজুদ করা

২।  মজুদকৃত খাদ্যশস্যের গুনগতমান অধিকতর ভালো রাখা এবং খাদ্য   নিরাপত্তা নিশ্চিত করা

৩। সবস্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা

৪। অফিস ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ পরিচালনার জন্য ই-সেবা চালু করা

৫। মাঠ পযায়ে কমকতা/কমচারীদের দক্ষ করার নিমিত্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ

৬। খাদ্যশস্যের নিরাপত্তা মজুত এবং কৃষকদের প্রণোদনা মূল্য প্রদান;

৭। দরিদ্র জনসাধারণের জন্য (বিশেষ করে মহিলা ও শিশুদের) খাদ্যের প্রাপ্যতা সহজলভ্যকরণ;

৮। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন;

৯। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ;

১০। খাদ্যশস্যের (চাল ও গম) মূল্য স্থিতিশীল রাখা;

১১। পুষ্টি সমৃদ্ধ জাতি গড়ে তোলা;

১২। দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন;

১৩। দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন;

১৪। তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ;

১৫। কার্যপদ্ধতি ও সেবার মানোন্নয়ন;

১৬। কর্ম পরিবেশ উন্নয়ন;

১৭। আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং

১৮। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি।